ছোলে ভটুরে

Copy Icon
Twitter Icon
ছোলে ভটুরে

Description

Cooking Time

Preparation Time :40 Min

Cook Time : 25 Min

Total Time : 1 Hr 5 Min

Ingredients

Serves : 2
  • ছোলে 1. কাবুলি চানা এক কাপ


  • 2. পিয়াজএকটি


  • 3. আদা বাটা এক চা চামচ


  • 4. রসুন বাটা এক চাচামচ


  • 5. টমেটো একটি


  • 6. কসুরি মেথি এক চা চামচ


  • 7. হলুদ গুড়ো এক চা চামচ


  • 8. কাচালঙ্কা বাটা এক চা চামচ


  • 9. কাশ্মীরি লঙ্কা গুড়ো এক চা চামচ


  • 10. জল দু কাপ


  • 11. নুন


  • 12. সাদা তেল তিন বড় চামচ ভটুরে 1. ময়দা দু কাপ 2. সাদা তেল এক কাপ 3. সুজি দু বড় চামচ 4. নুন 5. জল এক কাপ 6. টক দই দু বড় চামচ

Directions

  • 1. কাবুলি চানা চার ঘন্টা ভিজিয়ে প্রেসার কুকারে চারটে সিটি দিয়ে নামিয়ে নিতে হবে।
  • 2. কড়া তে তেল দিয়ে পিয়াজ কুচি একটু নেড়ে আদা রসুন কাচালঙ্কা টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে
  • 3. হলুদ গুড়ো কাশ্মীরি লঙ্কা গুড়ো নুন দিয়ে নেড়ে কাবুলি চানা দিতে হবে
  • 4. অল্প জল দিতে হবেে মাঝারি আঁচে ফুটবে
  • 5.নামাবার আগে কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নিতে হবে
  • 6. ময়দা নুন সুজি তিন বড় চামচ সাদা তেল মিশিয়ে অল্প জল দিয়ে নরম করে মেখে দশ মিনিট রেখে দিতে হবে।
  • 7. ডো থেকে লেচি কেটে একটু বড় করে বেলে নিতে হবে।
  • 8. কড়া তে তেল গরম হলে ভেজে তুলে নিতে হবে
  • গরম গরম ছোলে ভটুরে পরিবেশন করুন সাথে স্যালাড আর সস দিয়ে।